পুরনো স্মৃতি উস্কে ফের শহর কলকাতায় পাকড়াও দুই ভুয়ো চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2022   শেষ আপডেট: 06/03/2022 1:13 p.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

সল্টলেক ও বাঁশদ্রোণি থেকে তাদের আজ গ্রেফতার করেছে কলকাতা পুলিশ

ফের কলকাতায় খোঁজ মিলল ভুয়ো চিকিৎসকের। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর নকল করে ভুয়ো চিকিৎসা চালাচ্ছিল ২ জন। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভুয়ো চিকিৎসার কাজ করেছেন তাঁরা। অবশেষে আজ ফাঁস হল তাঁদের কীর্তি।সল্টলেক ও বাঁশদ্রোণি থেকে তাদের আজ গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বিকেলের মধ্যেই তোলা হবে আলিপুর আদালতে।

সূত্রের খবর, মাসখানেক আগে ৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) থানায় এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন যে তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য কেউ চিকিৎসা করছেন।

এই অভিযোগের ভিত্তিতেই কার্যত তদন্তে নামে কলকাতা পুলিশ। তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম রাজীব সরকার, তিনি টালিগঞ্জ এলাকার বাসিন্দা এবং অপরজন বিধাননগরের বাসিন্দা শুভ নাথ। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, ঘাটাল, ঝাড়গ্রাম-সহ নানা জেলায় ঘুরে ঘুরে ভুয়ো চিকিৎসা চালাত এই দু’জন।এমনকি ভুয়ো রেজিস্ট্রেশন ব্যবহার করে ডায়মন্ড হারবারে নার্সিংহোম খোলার তোড়জোড় করছিল তারা।