পুরভোটে স্থগিতাদেশ নয়, নির্ধারিত দিনেই সম্পন্ন হবে ভোট, রায় হাই কোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/12/2021   শেষ আপডেট: 15/12/2021 11:15 a.m.
কলকাতা হাইকোর্ট

আগামী ২৩ ডিসেম্বর পুরভোট মামলার পরবর্তী শুনানি

কলকাতা (Municipal Election) পুরভোটে স্থগিতাদেশ নয়। আগামী ১৯ ডিসেম্বর নির্দিষ্ট সময়েই হবে (Kolkata News) কলকাতা পুরসভার নির্বাচন (Kolkata Municipal Election 2021)। ভোটে স্থগিতাদেশ না দিয়ে পুরভোট মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। এর পাশাপাশি বকেয়া পুরভোটগুলিও যত দ্রুত সম্ভব করাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

সেক্ষেত্রে যত কম দফায় সম্ভব পুরভোট শেষ করতে হবে। আগামী ২৩ ডিসেম্বর পুরভোট মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, রাজ্যে সব পুরসভায় এক সঙ্গে ভোট করার দাবিতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি (BJP)। এই ইস্যুতেই আজ ডিভিশন বেঞ্চের রায়, পরবর্তী শুনানির দিনই আদালতকে জানাতে হবে, বাকি পুরসভার ভোট প্রসঙ্গে রাজ্য এবং কমিশনের কী মন্তব্য। আজ এমনটাই জানাল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানিও পিছিয়ে গেল। বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হবে। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে।

বিস্তারিত তথ্য আসছে.....