জানুয়ারির শেষেই কলকাতা বইমেলা, স্টল বসাতে আবেদন করুন ১৮ নভেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2022   শেষ আপডেট: 08/11/2022 5:59 p.m.
কলকাতা বইমেলা By Biswarup Ganguly - Own work, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=13073473

দিনক্ষণ ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রকাশনা সংস্থাগুলি

বঙ্গে খুশির আমেজ। দুর্গাপুজোর উৎসব কাটতেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩-এর দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ শুরু হবে, ৩১ জানুয়ারি থেকে। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। নেই কোনও করোনা বিধিনিষেধ। ফলে এবারের বইমেলাকে ঘিরে আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে বইপ্রেমীদের মধ্যে।

পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, প্রতিবারের ন্যায় এবারেও সেন্ট্রাল পার্কেই বইমেলা অনুষ্ঠিত হবে। কোনও বিধি নিষেধ না থাকায় বইমেলায় বইপ্রেমীদের ভিড় বাড়বে বলে আশায় বুক বেঁধেছেন বই বিক্রেতারা। দিনক্ষণ ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রকাশনা সংস্থাগুলি।

পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, ২০২৩-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন হবে আগামী ৩০ জানুয়ারি। বইমেলায় প্রকাশনা সংস্থা এবং বই বিক্রেতাদের স্টল বসানোর জন্য ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।