এই নিয়ম না মানলে কলকাতায় আর হকারি করা যাবে না

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/05/2023   শেষ আপডেট: 27/05/2023 5:40 p.m.
facebook.com/HakimFirhad/

জবরদস্তি ফুটপাত দখল করে আর নয় ব্যবসা

জবরদস্তি ফুটপাত দখল করে আর নয় ব্যবসা। আন্তর্জাতিক হকার দিবস উপলক্ষে কলকাতা পুরসভার পাশে একটি সভার আয়োজন করেছিল হকার সংগ্রাম কমিটি। আর তাতেই বক্তব্য রাখার কথা ছিল ফিরহাদ হাকিমের। আর সেই সভাতেই ফিরহাদ হাকিম বলেন, গড়িয়াহাট, কালীঘাট, নিউ মার্কেট, লেক মার্কেট, হাতিবাগানের স্থায়ী দোকানদাররা মাঝেমধ্যেই অভিযোগ করেন, হকারদের জন্য তাঁদের ব্যবসায় সমস্যা হচ্ছে। এমনকি হগ মার্কেটের দোকানদাররাও দীর্ঘ দিন এই অভিযোগ জানিয়েছেন, আন্দোলনেও সামিল হয়েছেন।

এরপরেই তাঁর বক্তব্য, 'টাউন ভেন্ডিং কমিটি এবং পুলিশ মিলে শহরের ফুটপাথে হকার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিক।' 

টাউন ভেন্ডিং কমিটির ওপর দায়িত্ব ছাড়তেই টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম‌্যান মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার বলেন, "পথচারীদের সুবিধা দিয়ে দুই-তৃতীয়াংশ ফুটপাথ না ছাড়লে, নিয়ম না মানলে মহানগরে হকারি করা যাবে না। নিয়ম মানলে তবেই তালিকাভুক্তদের সচিত্র পরিচয়পত্র ও লাইসেন্স দেবে টাউন ভেন্ডিং কমিটি। আর কমিটির অনুমতি ছাড়া শহরে নতুন করে কোথাও কেউ হকার বসাতে পারবেন না।"