উদ্বোধন হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, ভার্চুয়ালি ছিলেন শাহরুখ খান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2021   শেষ আপডেট: 08/01/2021 10:02 p.m.
youtube

নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হলে ভার্চুয়াল পদ্ধতিতে। আজ অর্থাৎ ৮ জানুয়ারি শুক্রবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন। আজকের অনুষ্ঠানের প্রথমেই প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর জন্য তার সমস্ত সিনেমার একটি ভিডিও কোলাজ করে দেখানো হয়। এই অনুষ্ঠানে প্রতিশ্রুতিমত উপস্থিত ছিলেন "কিং খান"। তবে এবার তিনি ছিলেন ভার্চুয়ালি।

জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে ভার্চুয়ালি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে তাকে স্বাগত জানিয়ে প্রশ্ন করে, "কেমন আছো শাহরুখ, ভালো আছো তো?" তার প্রশ্নের উত্তরে কিং খান বাংলাতে জবাব দেন। তিনি বলেছেন, "মহামারী শিখিয়েছে মানুষের কাছে তার পরিবার কতটা দামি। কলকাতা আমার পরিবার। তাই শীঘ্রই আমি কলকাতা যাবো। সবার সাথে দেখা করব।" সেই সময় মুখ্যমন্ত্রী শাহরুখ খানকে অনুরোধ জানিয়েছেন যে সে রাখিতে যাতে বাংলায় আসে। কিন্তু এ বছরের ভার্চুয়াল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অনেকটাই জাঁকজমকহীন। এবছরের চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলি শিশিরমঞ্চ, নন্দন, রবীন্দ্রসদন সহ মোট ৬ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে। যদিওবা মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে চলবে এই ছবিগুলি।