চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা, আগামী পাঁচদিন বন্ধ থাকবে এই ফ্লাইওভার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2022   শেষ আপডেট: 27/01/2022 5:15 p.m.
instagram.com/street_licious_

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর থেকেই শহরের উড়ালপুলগুলির ওপর বাড়তি নজর

শিয়ালদহ ফ্লাইওভার (Sealdah Flyover) ও মা ফ্লাইওভারের (Maa Flyover) পর এবার স্বাস্থ্যপরীক্ষার জন্য চলতি সপ্তাহে পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার। (Kolkata News) এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) তরফে। স্বাভাবিকভাবেই মাসের শেষে চরম ভোগান্তিতে পড়তে হবে নিত্যযাত্রীদের।

প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ ২৮ তারিখ রাত ১০টায় বন্ধ করে দেওয়া হবে খিদিরপুর ফ্লাইওভার। এবং পরীক্ষা শেষ করে, ফের ফ্লাইওভার খুলে দেওয়া হবে পয়লা ফেব্রুয়ারি ভোর পাঁচটায় (Khidirpur Market)।

কাজেই এই কয়েকদিন ঘুরপথে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড ধরে গন্তব্যে পৌঁছবেন নিত্যযাত্রীরা। প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর থেকেই শহরের উড়ালপুলগুলির স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। তাই বিপদ এড়াতে নিয়মিত লেগেই থাকে স্বাস্থ্য পরীক্ষা।