খাস কলকাতায় উদ্ধার ২২ কোটির মাদক!

শ্রেয়া সাহা
প্রকাশিত: 03/01/2021   শেষ আপডেট: 03/01/2021 4 p.m.

উদ্ধার হয়েছে ২ কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট

ফের মাদক উদ্ধার খাস কলকাতায়। জানা যাচ্ছে, অসম থেকে পাচারের পথে গভীর রাতে খাস কলকাতায় একটি ট্রাক থেকে প্রায় ২২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই মাদক পাচারকারীর দুই পান্ডাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত দুইজনের নাম, মাহের আলি ওরফে অ্যান্ডি এবং রবিউল হোসেন ওরফে রবিয়াল। তারা দুজনেই অসমের বাসিন্দা বলেও খবর মিলেছে।

পুলিশ সূত্রে খবর, "অসমের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২ কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট।"

এছাড়া ধৃত মাদক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল ওই মাদক।

এসটিএফ সূত্রে খবর, "আন্তর্জাতিক মাদকের বাজারে উদ্ধার হওয়া দু’কেজি হেরোইনের মূল্য প্রায় ১০ কোটি টাকা। ইয়াবা ট্যাবলেটের দাম ১১ কোটি ৬০ লক্ষ টাকার মতো। সব মিলিয়ে মোট মাদকের মূল্য প্রায় ২১ কোটি ৬০ লক্ষ টাকা।"

এই ঘটনার সাথে যুক্ত আধিকারিকরা ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে মূল চক্রের খোঁজে। তবে ধৃত মাদক পাচারকারীদের আরও জিজ্ঞাসাবাদের পর আদালতে পেশ করা হবে বলেই সূত্রে খবর।