আড়াই ঘন্টা নয়, মাত্র এক ঘন্টায় নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর : চালু হচ্ছে মেট্রো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/02/2021   শেষ আপডেট: 21/02/2021 9:59 a.m.
কলকাতা মেট্রো ~Facebook

আগামীকাল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরশু থেকেই মেট্রোপথে যুক্ত হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। নোয়াপাড়া থেকে ৪.১৪ কিমি বিবর্ধিত হয়ে দক্ষিণেশ্বর যাত্রায় মাঝে পড়বে বরাহনগর মেট্রো। আগামীকালই এই নয়া মেট্রো পথের ভার্চুয়ালি শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ২৩ তারিখ থেকেই চালু হবে যাত্রা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্যস্ত সময়ে ৬ মিনিট ও অন্য সময়ে সর্বোচ্চ ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। বাসে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যেতে আড়াই ঘণ্টা লাগলেও এবার মেট্রোয় লাগবে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট। আর এই যাত্রায় ভাড়াও থাকছে একই, অর্থাৎ ২৫ টাকা।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- এই মেট্রো রুটে থাকবে দৈনিক ৭৯ জোড়া ট্রেন। দক্ষিণেশ্বর ও দমদমের মাঝে চলবে অতিরিক্ত তিন জোড়া ট্রেন। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল সাতটা ও শেষ মেট্রো রাত সাড়ে নয়টার। উদ্বোধনকে কেন্দ্র করে বরাহনগর ও দক্ষিণেশ্বর দুই স্টেশনই সুন্দর করে সাজানো হয়েছে। এই লাইনে মেট্রো চালু হলে ভিড় আগের চেয়ে অনেক বাড়বে বলেই মত মেট্রো কর্তৃপক্ষের।