সাংবাদিকরাও করোনা যোদ্ধা, সাংবাদিক বৈঠকে ঘোষনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/05/2021   শেষ আপডেট: 03/05/2021 4:46 p.m.
-

নন্দীগ্রামে শুভেন্দুর জয়কে ঘিরে বিস্ফোরক মন্তব্য মমতার

অবশেষে অবসান হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। এতদিনের এত বৈঠক, মিছিল, জনসভা, বিগ্রেড, বিক্ষোভ, খুন আরও কত কী! তবে অবশেষে বাংলা নিজের মেয়েকেই চায়। কাজেই তৃতীয়বারের জন্য সরকার গড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুশো আসন পার করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কাল সন্ধ্যে থেকেই চলছে চাপানউতোর। এই নিয়েই সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, এই ফলাফলের পেছনে কারচুপি করা হয়েছে। এমনকী রিটার্নিং অফিসারের জীবন-মরণ সমস্যা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তাঁকে প্রাণ সংশয়ের হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এ নিয়েই তিনি বলেন, "রাত ১১টা নাগাদ আমার কাছে একটি এসএমএস আসে। কারও কাছ থেকে আমি সেটা পেয়েছি। সেখানে নন্দীগ্রামের রিটার্নিং অফিসার লিখেছেন, যদি তিনি পুনর্গণনার অনুমতি দেন তাহলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। এই হুমকি রয়েছে। চার ঘন্টা ধরে সার্ভার ডাউন করে রাখা হল। রাজ্যপাল আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। হঠাৎ পুরো বিষয়টা পাল্টে গেল। নন্দীগ্রামের দু’‌জন পর্যবেক্ষক পক্ষপাতদুষ্ট। তাঁরা আমাকে হারাতে চেয়েছিল।"

যদিও এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলে ফের জানিয়ে, মুখ্যমন্ত্রী ইভিএম ফরেনসিক পরীক্ষা করানোর দাবি তুলেছেন। পাশাপাশি সমস্ত সাংবাদিককে করোনা যোদ্ধা হিসাবে ঘোষণা করে তিনি বলেন, "আমি রাজ্যবাসীর কাছে আহ্বান জানাচ্ছি শান্তি বজায় রাখুন। কোনও হিংসাকে প্ররোচনা দেবেন না। আমরা জানি বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী অনেক অত্যাচার করেছে আমাদের উপর। এখন আমরা করোনার বিরুদ্ধে লড়াই করছি। দলের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার যত সাংবাদিক বন্ধুরা আছেন, তাঁদের আমি কোভিড যোদ্ধা ঘোষণা করছি। আপনারা জানেন, যাঁরা করোনার বিরুদ্ধে লড়ছেন তাঁরা প্রত্যেকেই কোভিডযোদ্ধা। করোনায় অনেক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁদের কোভিড যোদ্ধা ঘোষণা করা হয়নি। আমরা অবশ্য সাংবাদিকদের অনেকভাবেই হেল্প করি। আমাদের সবকিছুই আছে। তবে যাওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলেছিলাম, কোভিডের বিরুদ্ধে মোকাবিলা আমার প্রথম প্রায়োরিটি। আর সাংবাদিকদের প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তাই সমস্ত সাংবাদিকদের কোভিডযোদ্ধা ঘোষণা করছি। মুখ্যসচিবকে বলছি বিষয়টি নোট করে নিতে।"

এরপরই মুখ্যমন্ত্রী জানান, যে সাংবাদিকরা সরকারি অনুমোদন প্রাপ্ত নন, তাঁদের বিষয়টিও পরে আলোচনা করে দেখে নেওয়া হবে।