খাস কলকাতার হাসপাতাল থেকে উধাও কুখ্যাত আসামী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/06/2022   শেষ আপডেট: 01/06/2022 6:32 p.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

শারীরিক সমস্যার জন্য আসামীকে ২৫ মে ভরতি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে

নিরাপত্তারক্ষীদের নাকের ডগা দিয়ে খাস কলকাতার হাসপাতাল থেকে উধাও কুখ্যাত আসামী। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। আসামীকে ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সূত্রের খবর, ওই আসামীর নাম রাজ কুমার রাই। গত জানুয়ারি মাসে বেলেঘাটা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। তাতে মূল অভিযুক্ত ছিল রাজকুমার। ডাকাতির পর নেপালে গা ডাকা দেয় সে। পরে কলকাতায় ফিরতেই পাকড়াও হন তিনি। এরপর থেকে প্রেসিডেন্সি জেলে ছিলেন রাজকুমার।

তবে শারীরিক সমস্যার জন্য আসামীকে ২৫ মে ভরতি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল। তবে গতকালের থেকে তার খোঁজ না মিলতেই, আসামীর উধাও হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। জেলের তরফে মোট ৮ জনকে নিয়োগ করা হয়েছিল আসামীর উপর নজরদারির জন্য। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটে গেল? উঠছে প্রশ্ন।

পুলিশের তরফে জানানো হয়েছে, জেল কর্তৃপক্ষ থানা বা আউটপোস্টকে না জানিয়েই হাসপাতালে ভরতি করা হয়েছিল রাজকুমার। তবে কেন এই ঘটনা? এই প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।