বাড়ছে সংক্রমণ, স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করল কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/10/2021   শেষ আপডেট: 18/10/2021 5:31 p.m.
-

সোমবার এই বিষয়টি নিয়ে পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ও প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বৈঠকে বসেন

বারবার সতর্ক করা সত্ত্বেও দুর্গাপুজোয় উপরে পড়েছিল ভিড়। ফলাফল, লাগামছাড়া করোনা সংক্রমণ। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ৷ তাই পরিস্থিতি মোকাবিলা করতে আগে থেকেই স্বাস্থ্য বিভাগের সমস্ত ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটিতে রয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মী। তবে আজ তড়িঘড়ি বৈঠকের পর, ছুটি বাতিলের পথেই কলকাতা পুরসভা। কাজেই, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই পুরসভার স্বাস্থ্য বিভাগ খুলছে৷

আজ পুজোর পরের করোনা পরিস্থিতি নিয়ে কার্যত উদ্বিগ্ন হয়েই পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ও প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বৈঠকে বসেন৷ সূত্রের খবর, করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে আনতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। আর তা পর্যালোচনা করতে গিয়েই বাতিল হল ছুটি।

প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৬৬ জন। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৮২ জন। তবে রাজ্যের চিত্রটা আগের তুলনায় কিছুটা চিন্তার ভাঁজ এনেছে কপালে।