মুখ্যমন্ত্রীকে বলব ফিরহাদকে যেন 'ছাপ্পাশ্রী' পুরস্কার দেওয়া হয় : শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/12/2021   শেষ আপডেট: 28/12/2021 4:52 p.m.
facebook.com/SuvenduWB/

ছাপ্পা ভোটে মেয়র হলেন ফিরহাদ হাকিম, কটাক্ষ শুভেন্দুর

এনিয়ে দ্বিতীয়বার কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চেয়ারপার্সনের চেয়ারে বসলেন মালা রায় (Mala Roy)। প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর সেই ফাঁকা পদে ফিরহাদকেই বসিয়েছিলেন মমতা (Mamata Banerjee, CM)। এরপর থেকে সকলের প্রিয় 'ববি দা' পুর নগর উন্নয়নের দফতর সামলাতেন। এবারও ফের সেই ফিরহাদের উপরই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেয়র পদে আজ শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম (Firhad Hakim Takes Oath as Mayor) বলেন, "এখন বক্তৃতা দেওয়ার সময় নয়৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ডকে মনোনীত করেছেন৷ টিম হিসেবে আমাদের একটাই শপথ থাকবে, মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্ব সেরা শহর হিসেবে গড়ে তোলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা, তা যাতে পূরণ হয়৷ মানুষ যাতে বলে যে তৃণমূল কংগ্রেসের এই বোর্ডই সর্বকালের সেরা৷"

এবার সেই নিয়েই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। এদিন মঙ্গলবার নন্দীগ্রামে পুজো উদ্বোধন করতে এসে শুভেন্দু বলেন, "জনগণের ভোটে নয়, ছাপ্পা ভোটে মেয়র হলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে বলব ফিরহাদকে যেন 'ছাপ্পাশ্রী' পুরস্কার দেওয়া হয়।" এখানেই শেষ নয়, গঙ্গাসাগর মেলা নিয়েও সরব হন শুভেন্দু। মনে করিয়ে দেন ভারত সেবাশ্রম সংঘের ইস্যু।