বর্ষবরণের রাতে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের, পুলিশকে আদেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/12/2020   শেষ আপডেট: 30/12/2020 3:17 a.m.
কলকাতা হাইকোর্ট

মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে নির্দেশ সমস্ত বিষয়টি তদারকি করার

২০২০ প্রায় শেষ হতে চলল। এই মুহূর্তে করণা মহামারীর প্রকোপ বেশ কিছুটা কেটে গেলেও এখনো সংক্রমণের সম্ভাবনা কিন্তু পুরোদস্তুর রয়ে গিয়েছে। সেই কথা চিন্তা করেই এবারে বর্ষবরণের রাতে নতুন করে সর্তকতা অবলম্বন এর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট সূত্রে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বরের রাতে এলাকাতে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশকে তৎপর থাকতে হবে। সকলে যাতে সোশ্যাল ডিসটেন্স মেনে চলে এবং করোনা বিধি সঠিকভাবে পালন করে সেদিকে তাদের নজর দিতে হবে।

বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, পার্কস্ট্রিট এবং বর্ষবরণের রাতে ভিড় হয় এরকম জায়গাতে চেকপোস্ট বানিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে পুলিশকে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে সম্পূর্ণ বিষয়টির তদারকি করার। প্রসঙ্গত, গত শারদ উৎসবে করা বিধি-নিষেধ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবার বর্ষবরণের রাতেও ঠিক একইভাবে সর্তকতা অবলম্বন এর নির্দেশ কলকাতা হাইকোর্টের।