পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে মাথায় বন্দুক ঠেকিয়েই কি মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছে? কটাক্ষ ব্রাত্য বসুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/03/2021   শেষ আপডেট: 09/03/2021 8:19 p.m.
মিঠুন মোদী @twitter

ওঁর ছেলের নামে কেস রয়েছে, ওঁর নামেও সিবিআইয়ে মামলা ছিল, সুবিধা নিতেই বিজেপিতে যোগ !

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রংবদল ও দলবদলের পালা অব্যাহত। সাধারণ নেতা-নেত্রী থেকে সেলেব্রিটি, দলবদলের খেলায় পিছিয়ে নেই কেউ। তার তার মাঝেই গত রবিবার বিজেপি ব্রিগেডের সমাবেশে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে। যদিও বিজেপিতে যোগদান প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী জনিয়েছেন, তিনি ভোটে দাঁড়াবেন না। মোদীর হাত শক্ত করতেই তাঁর গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত।

গতকাল এক সংবাদমাধ্যমের টক শো'তে এই নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে মাথায় বন্দুক ঠেকিয়েই কি মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছে?" স্বাভাবিকভাবেই এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল ঘোলা। আর তার মধ্যেই ব্রাত্য বসুর সুরে সুর মিলিয়ে কুণাল ঘোষ দাবি করছেন, "মিঠুনদার বিজেপিতে যোগদান অস্বাভাবিক। সত্যিই রহস্যজনক।"

তৃতীয় বারের জন্য শাসক দলের প্রার্থী চিরঞ্জিৎ বলেন, ‘‘শুনেছি, ওঁর ছেলের নামে কেস রয়েছে। ওঁর নামেও সিবিআইয়ে মামলা ছিল। সব মিলিয়ে হয়তো বাধ্যবাধকতা তৈরি হয়েছে। উনি সুবিধে নেওয়া লোক, টিপিক্যাল পার্টি মেম্বার নন। কোনও সুরক্ষা পাওয়ার জন্য হয়তো বিজেপিতে গিয়েছেন। এ ছাড়া এই পার্টিতে যে সম্মানটা হারিয়েছেন, তা তো এখানে ফিরে পাবেন না। সেই খাতিরটা সিপিএমও করবে না। তা হলে আর কোন পার্টিতে যাবেন? যেখানে একটু খাতির পাবেন!’’