ফলপ্রকাশ হতেই রাজ্যে বাড়ছে অশান্তি, ডিজিকে তলব রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/05/2021   শেষ আপডেট: 03/05/2021 7:23 p.m.
জগদীপ ধনখড় Twitter

পরিস্থিতি পর্যালোচনা করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল

গতকাল একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। ব্যাপক মার্জিনে বাংলার মানুষ "বাংলার মেয়েকেই" বেছে নিয়েছে। তবে ফলপ্রকাশের সাথে সাথেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। আসলে বিরোধী বিজেপি গতকাল থেকেই বারংবার অভিযোগ জানিয়েছে যে ভোট প্রকাশের পর থেকে রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটছে। এই বিষয়ে রাজ্যপালের সাথে দেখা করার কথা জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরই রাজ্যপাল টুইট করেন।

রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে বলেন, "রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন হিংসার ঘটনার খবর সামনে আসছে। কোথাও কোথাও ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বা হত্যা করা হচ্ছে। এই বিষয়ে আমি খুবই উদ্বিগ্ন।" এছাড়াও তিনি অন্য একটি টুইটে লিখেছেন, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন আছি। সেই কারণে আমি রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছি।" এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।