সাহায্যের অছিলায় কিশোরীকে হেনস্তা কলকাতার গড়িয়াহাটে, ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ২ যুবক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/03/2021   শেষ আপডেট: 03/03/2021 4:40 p.m.

গড়িয়াহাট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ২ যুবককে গ্রেপ্তার করেছে

খাস কলকাতার বুকে ফের সাহায্যের অছিলায় এক কিশোরীকে হেনস্তার অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়িয়াহাট এলাকায়। দুই দিন আগে ওই কিশোরী তার মায়ের সাথে পিকনিক গার্ডেন থেকে স্কুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎই পথে তাদের স্কুটি খারাপ হয়ে গেলে মা মেয়ে স্কুটি ঠেলে বাড়ির দিকে রওনা হয়। এমন সময় ফারদিন আলী ও আশরাফ আলী নামক দুই যুবক তাদের কাছে এসে সাহায্যের প্রতিশ্রুতি দেয় এবং কিছুটা পথ স্কুটি ঠেলে এগিয়ে দেয়। তবে যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মামি জানিয়ে দেয় তাদের সাহায্যের কোন প্রয়োজন নেই। আর তাতেই গোলযোগ বাঁধে।

মা ও মেয়ের অভিযোগ ওই দুই যুবককে সহযোগিতা করতে নিষেধ করলে তারা অনেকক্ষণ পিছু করে এবং হঠাৎ এসে কিশোরীর থেকে ব্যাগটা টেনে নিয়ে নেয়। সেই ব্যাগে দুটি মোবাইল এবং বেশ কিছু টাকা ছিল। ব্যাগ নিয়ে ওই যুবতীকে মারধোর করে ওই দুই যুবক। তারপর তারা চম্পট দেয়। ঘটনার সম্পূর্ণ বিবরণ কিশোরীর মা গড়িয়াহাট থানায় জানায়। পরে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ওই দুই যুবককে গ্রেফতার করে।