২০ নাগরিকের খুনের দায় দিলীপ ঘোষের, জামিন অযোগ্য ধারায় দায়ের FIR

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/05/2021   শেষ আপডেট: 29/05/2021 6:19 p.m.
-

দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিজেপিকে বড় মার্জিনে হারিয়ে এবার বাংলার মসনদে তৃতীয়বারের জন্য বসেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা বারংবার খবরের শিরোনামে এসেছে। এই রাজনৈতিক হিংসা বিষয়ে একাধিক ক্ষেত্রে একাধিক জায়গায় মামলা হয়েছে। উত্তাল হয়েছে গোটা বঙ্গ রাজনীতি। এই ভোট পরবর্তী হিংসার কারণে রাজ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। আর এই ২০ জনের মৃত্যুর দায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এমনটাই অভিযোগ জানিয়ে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর (FIR) করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগ দায়ের করেছেন বিধাননগর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায়।

এফআইআর করার বিষয়ে বিধাননগর পুর কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের ২০ নাগরিকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় দিলীপ ঘোষের। তাঁর উস্কানিমূলক মন্তব্যের জন্যই এমন ঘটনা ঘটেছে। বাঙালি এই ধরনের সংস্কৃতির সাথে আপোস করে না। তারা সর্বদাই শান্তিপ্রিয় থাকার চেষ্টা করে। কিন্তু দিলীপ ঘোষের উস্কানি মূলক মন্তব্যের জেরে মানুষের মধ্যে হিংসার মানসিকতা তৈরি হয়েছে। তার একের পর এক অমার্জিত মন্তব্যের জন্য প্রাণ দিয়েছে ২০ নাগরিকের। এর দায় দিলীপ ঘোষকে নিতে হবে।" আজ থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে হিংসার প্ররোচনা, শান্তি বিঘ্নিত করা এবং প্রশাসনিক আধিকারিকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। সেইসাথে রয়েছে একাধিক জামিন অযোগ্য ধারা।