প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভায় নেই শোভন-বৈশাখী, জোরালো হচ্ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/10/2020   শেষ আপডেট: 23/10/2020 2:19 p.m.
@twitter

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দুজনের জন্য পূজা উপহার পাঠিয়েছেন, বললেন বৈশাখী।

মহাষষ্ঠীর সকালে সল্টলেকের ইজেডসিসি অডিটোরিয়ামে ছিল সাজ সাজ রব। দুর্গাপূজা উপলক্ষে ভার্চুয়াল বার্তা দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিজেপির সামনের সারির নেতাদের পরিপাটি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিমন্ত্রিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। অথচ অনুষ্ঠানে দেখা মিলল না তাঁদের। পারিবারিক বিবাদ চরমে ওঠার সময়ই তৃণমূল নেত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর একসময়ের অত্যন্ত স্নেহভাজন ও দলের গুরুত্বপূর্ণ নেতা শোভন চট্টোপাধ্যায়ের। অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু এদিনের অনুষ্ঠানে তাঁরা হাজির হলেন না কেন? সংবাদসূত্র জানাচ্ছে, বিজেপির আন্তরিকতায় সন্দিহান শোভন-বৈশাখী এবং অনুপস্থিতির কারণ সেটাই।

এদিকে এদিন ফেসবুক পোস্টে বৈশাখী লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দুজনের জন্য পূজা উপহার পাঠিয়েছেন। ফিরতি উপহার হিসেবে মুখ্যমন্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছেন বৈশাখীও। পোস্টে বৈশাখী আরও লিখেছেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক আরও নিবিড় হবে বলে আমি বিশ্বাস করি।" ফলে প্রশ্নের ভিড় জমেছে শোভন-বৈশাখীকে কেন্দ্র করে। আসলে তৃণমূল ও বিজেপি দু'দলই চায় আগামী বিধানসভা ভোটে শোভনদেব তাদের হয়ে কাজ করুন। বিশ্বস্ত সূত্রের খবর, যে দল উপযুক্ত সম্মান দেবে, তার হয়েই কাজ করবেন অভিজ্ঞ এই নেতা।