১৫ই জানুয়ারি থেকে বিনা ই-পাসেই মেট্রোযাত্রা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/01/2021   শেষ আপডেট: 07/01/2021 9:58 a.m.
কলকাতা মেট্রো ~Facebook

চলতি বছরেই শিয়ালদহ মেট্রো চালুর সম্ভাবনা

মেট্রোযাত্রীদের জন্য আবার ফিরে আসছে আগের নিয়ম। আগামী ১৫ই জানুয়ারি থেকে ই-পাস ছাড়াই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ভিড় কমাতে পথদিশা অ্যাপ মারফৎ এতদিন রাজ্য সরকারের খরচায় যাত্রা করেছেন মেট্রোযাত্রীরা। সর্বশেষ নিয়মানুযায়ী এতদিন সকাল ৯-১১টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুধুমাত্র পনেরো বৎসরোর্ধ পুরুষ যাত্রীদের ক্ষেত্রেই চালু ছিল ই-পাস। তবে এবার মেট্রো কর্তৃপক্ষ রাজ্যের সাথে আলোচনা করে ওই পাস একেবারে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল।

অন্যদিকে পূর্ব রেল ও কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী জানালেন চলতি বছরেই বৌবাজার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হলে ডিসেম্বরের আগেই চালু হবে শিয়ালদহ মেট্রো স্টেশন ও পরিষেবা। এই বছরেই মার্চেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাত্রা শুরু হবে এবং আগামী বছর ডিসেম্বরে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলারও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।