"আদর্শ খুঁজতে বেরিয়েছি", পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই খোঁচা দিলীপের

শ্রেয়া সাহা
প্রকাশিত: 23/07/2022   শেষ আপডেট: 23/07/2022 11:45 a.m.
Facebook @dilipghoshbjp

জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে

দীর্ঘ ২৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর আজ, শনিবার গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন জেরার পরেই এই গ্রেফতার, এমনটাই খবর। আজ সকাল ১০টায় ইডি কর্তারা পার্থকে নিয়ে বেরিয়ে যান। এবং জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে পেশের আগে সেখানেই তাঁর মেডিক্যাল টেস্ট হবে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার এবিষয়ে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

প্রশ্ন তুলে দিলীপ ঘোষ লিখেছেন, "নাকতলার পুজোর মুখ। সেই পার্থ ঘনিষ্ঠের বাড়িতেই ২০ কোটি টাকা। কে এই অর্পিতা মুখোপাধ্যায়? ২১-এর সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলেন দেশে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকবে, তা হল তৃণমূল কংগ্রেস। আদর্শের আকাল পড়ল। একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি। পারলে কেউ সন্ধান দেবেন?"