বাগবাজারের স্মৃতি মিটতে না মিটতেই আবারো ভয়াবহ অগ্নিকাণ্ড নিউটাউনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/01/2021   শেষ আপডেট: 15/01/2021 5:54 a.m.
twitter @FirhadHakim

অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে এখনো পর্যন্ত দমকল বাহিনী সেখানে পৌঁছতে পারেনি

বাগবাজারের অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলতে না ভুলতেই আবারও নতুন করে অগ্নিকাণ্ড কলকাতা শহরে। এবারে আগুন লাগল নিউটাউনের শুলংগুরি এলাকার একটি বস্তিতে। ঘিঞ্জি এলাকায় হওয়ার কারণে দমকলের পৌঁছতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে সম্পূর্ণ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে নিউটাউনের ওই এলাকার প্রায় ১৫টি ঝুপড়ি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথম থেকেই আগুন নেভানোর কাজ চালিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। অত্যন্ত সরু গলি হবার কারণে দমকলের পৌছতে বেশ সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিউ টাউনের ওই এলাকাতে টিন এবং বাঁশের তৈরি ঝুপড়িতে আগুনের শিখা তারা প্রথমবার দেখতে পান। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হবার কারণে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। চোখের নিমেষে দাউদাউ করে জ্বলে ওঠে আশপাশে র ঝুপড়ি গুলো। দমকল বাহিনী এসে পৌঁছতে এখানে বেশ সমস্যার মুখে পড়ছে। হোলি এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা একটি জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।