পাগড়ি-কান্ডে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে পুলিশকর্মীর শাস্তির দাবী শিখ সংগঠনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/10/2020   শেষ আপডেট: 11/10/2020 8:54 p.m.
দিল্লির শিখ সম্প্রদায় ম্যানেজমেন্ট কমিটি থেকে মনিন্দর সিং এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। ছবি: twitter

রাজ্যপালের সঙ্গে দেখা প্রতিনিধি দলের, কড়া শাস্তির আর্জি

গত বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে প্রিয়াংশু পান্ডের ব্যক্তিগত রক্ষী বলবিন্দর সিং-এর প্রকাশ্যে পাগড়ি খুলে ফেলা নিয়ে সরগরম দেশ। ভিডিও ভাইরাল হতেই প্রাক্তন ভারতীয় খেলোয়াড় হরভজন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। এরপর ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নিয়ে দিল্লির শিখ ধর্মীয় সংগঠন রবিবার দেখা করেছেন রাজ্যপালের সঙ্গে।

এদিন দিল্লি শিখ গুরুদ্বোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং বিরসা ও তাঁর সতীর্থরা রাজভবনে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। দুই পাতার একটি চিঠিতে তাঁদের দাবী,অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় রাজ্যসরকার। প্রসঙ্গত, রবিবারই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ট্যুইটে জানিয়েছে, এ রাজ্যে শিখ সম্প্রদায়ের মানুষরা সম্মানে ও শান্তিতেই আছেন এবং পুলিশ আইনমাফিক কাজই করেছে। রাজ্যের তরফে এই বার্তায় স্বভাবতই অখুশি শিখ সম্প্রদায়।