এবার কলকাতায় করোনার নয়া স্ট্রেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/12/2020   শেষ আপডেট: 30/12/2020 10:40 a.m.
করোনা ভাইরাস unsplash @cdc

সারাদেশে সংক্রমিত আরও ১৪

শেষরক্ষা হল না। লন্ডনফেরত কলকাতা নিবাসী এবার সাথে নিয়ে ফিরল আগের চেয়েও সত্তর শতাংশ বেশী সংক্রামক করোনার নয়া স্ট্রেন। কলকাতার মেডিকেল কলেজের এক অধ্যক্ষের ছেলে ওই লন্ডনফেরত বর্তমানে আইসোলেশনে আছে এবং স্বাস্থ্য সচিবের তরফ থেকেও কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে।

ব্রিটেন সহ ইউরোপের আটটি দেশ ও আফ্রিকাতেও করোনার নয়া স্ট্রেন‌ ধরা পড়ে কিছুদিন আগেই। আগের চেয়েও ৭০ শতাংশ বেশি সংক্রামক এই করোনা ছ'জন ব্রিটেনফেরতের হাত ধরে প্রবেশ করেছে ভারতেও, এমনটা গতদিন জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে। আর এদিন আরও ১৪ জন সংক্রমিতের হদিশ মিলল। এর মধ্যে একজন মহিলা দিল্লি বিমানবন্দরে নেমে ট্রেনে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যাত্রাও করে ফেলেছেন। নতুন প্রজাতি সামনে আসার পর দফায় দফায় হাজার হাজার জিনোম সিকোয়েন্সিং চলছে। দ্বিতীয় ঢেউ সম্পর্কে ওয়াকিবহাল করে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন।