Christmas 2021: বড়দিনে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, ৫৪ ফুটের ক্রিসমাস ট্রি, ৭ ফুটের সান্তা ক্লজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/12/2021   শেষ আপডেট: 24/12/2021 9:18 a.m.
instagram.com/aritra_ak_kundu_1994, twitter.com/SAYANDEBCHATT

করোনা-কাঁটার মধ্যেই উৎসবের মেজাজে বাঙালি

বড়দিনের (Christmas) আগে উৎসবের মেজাজে সেজে (Kolkata News) উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট (Park Street)। কেবল পার্ক স্ট্রিট নয়, প্রভু যিশুর জন্মদিনকে (Kolkata News) স্বাগত জানাতে শীতের আমেজ গায়ে মেখে উৎসবের মেজাজে মেতে উঠেছেন কলকাতাবাসী (Kolkata)। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে মানুষের ঢল কেবল কলকাতাতেই সম্ভব। (Christmas 2021) আলো ঝলমলে রাস্তা, রকমারি বাহারি ছকের সাজসজ্জার (Allen Park) ভেতর বিভিন্ন শব্দের মিশেলে পার্ক স্ট্রিট চত্বর হয়ে উঠেছে এক বিচিত্র পরিবেশের সমাবেশ। করোনার ভ্রূকুটি উপেক্ষা করে মানুষ মেতে উঠেছেন উৎসবের মেজাজে। যদিও বারবার উৎসব-কাঁটা ভুগিয়েছে। প্রশাসনের তৎপরতা সত্ত্বেও মানুষের থিকথিকে ভিড় আতঙ্ক তো বটেই!

এবারের বড়দিনে পার্ক স্ট্রিটের (Kolkata News) বড় চমক ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রি এবং সাত ফুটের সান্তা ক্লজ। অ্যালেন পার্কের অদূরে দর্শকদের প্রধান চমক এই ক্রিসমাস ট্রি। ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সাত ফুটের এক পরীর সঙ্গে শোভা পাচ্ছে রং-বেরংয়ের নানা ধরণের উপহার সামগ্রী। বিশেষত ছোটদের প্রধান চমকের জায়গা। বৃহস্পতিবার এই ৫৪ ফুট ক্রিসমাস ট্রির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই সুদৃশ্য সজ্জার বাহারি ছকের ক্রিসমাস ট্রি মানুষ দেখতে পাবেন ৩ জানুয়ারি পর্যন্ত। মানুষের কাছে বাড়তি চমক তো বটেই।

উৎসবের মেজাজে পার্ক স্ট্রিট চত্বরে এমনিতেই বাড়ছে ভিড়। করোনা-কাঁটা তো আছেই, সঙ্গে আছে ওমিক্রন আতঙ্ক। ভিড় সামলাতে প্রশাসনের রীতিমতো হিমশিম অবস্থা। তার সঙ্গে উৎসবের মধ্যেও নাশকতার ছক থাকতে পারে। সেদিকটিও নজরে রাখছে প্রশাসন। পার্ক স্ট্রিট চত্বরের বিভিন্ন এলাকায় অন্তত তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশের বিশেষ ব্যাটেলিয়ন রাখা হয়েছে নারীদের সুরক্ষায়। এছাড়া প্রতিটি কোণায় সিসিটিভি ক্যামেরার নজরদারি। ১১ টি ওয়াচ টাওয়ারে চলছে সর্বক্ষণের নজরদারি। কঠোর নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে গোটা পার্ক স্ট্রিট চত্বর।

এদিকে করোনার আতঙ্ক তো আছেই। বাড়তি ঝক্কি ওমিক্রন। সেদিক খেয়াল রেখে প্রশাসনের তরফে কড়াকড়ি কোভিড বিধি পালনের নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও একাংশ বলছেন, দেশের করোনার বাড়বাড়ন্ত কোন না কোন উৎসবকে ঘিরেই বেড়েছে। সেদিক থেকে বড়দিনের এই উৎসবের আনন্দ যেন করোনা-কাঁটায় বিদ্ধ না হয়। যদিও মানুষ গৃহবন্দি জীবন ছেড়ে পার্ক স্ট্রিট আলো ঝলমলে রাস্তায় নিজেদের প্রিয়জনের হাত ধরে সান্তা ক্লজের উপহার প্রত্যাশায় বিভোর। বাঙালির উৎসব মুখরতা বড়দিনের উৎসবেও ভাঁটা পড়েনি।