উস্কে এল স্মৃতি! রবীন্দ্র সরোবরে উল্টে গেল বোট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/11/2022   শেষ আপডেট: 05/11/2022 12:52 p.m.
instagram.com/_photoskope

সাঁতার জানার জন্য রক্ষা মিলল এই ঘটনা দিয়ে

ফের ফিরে এল পুরোনো স্মৃতি। ছট মিটতেই রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) লেকে ফের দুর্ঘটনা। আজ সকালেই রোয়িং (Rowing) অনুশীলনের সময় উল্টে গেল বোট। পড়ে যান অনুশীলনকারী। তবে সাঁতার জানার জন্য রক্ষা মিলল এই ঘটনা দিয়ে। বড় বিপদ থেকে রক্ষা পেলেও মে মাসের দুর্ঘটনার স্মৃতি ফিরে এল। ওই দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল।

একই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, এনিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। বলাবাহুল্য, চলতি বছরেই স্কুল পর্যায়ের রোয়িং টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল রবীন্দ্র সরোবরেই। সেই কারণে বেঙ্গল রোয়িং ক্লাব, লেক ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাবের পাঁচটি বোট নিয়ে তার আগেরদিন বিকেল থেকে সরোবরে অনুশীলন করছিল ছাত্ররা।

সে সময় বিকেল সাড়ে চারটে নাগাদ প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ে আছড়ে পড়ে। উল্টে যায় রোয়িং বোট। প্রাণ হারায় নবম ও দশম শ্রেণির পড়ুয়া।