মমতার পাশাপাশি বিজয়ী বিজেপি নেতারা নিল শপথ, চ্যালেঞ্জ এখন ৭৭ আসন ধরে রাখা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/05/2021   শেষ আপডেট: 05/05/2021 6:39 p.m.
বিজেপির শপথ twitter.com/BJP4Bengal

বিজেপি এবার বাংলায় মাত্র ৭৭ টি আসন পেয়েছে

আজ বুধবার রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করেছেন 'বাংলার মেয়ে' তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই সময় হেস্টিংসের বিজেপি সদর কার্যালয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিরা বিধায়ক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের এবং সাধারণ মানুষের পাশে থাকার শপথগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সর্বভারতীয় জেপি নাড্ডা। শপথের প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন বিজেপির নন্দীগ্রামের বিজয়ী নেতা শুভেন্দু অধিকারী, দিনহাটার নিশীথ প্রামাণিক প্রমুখরা।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে তৃণমূল ২১৩ আসনে বাংলার মসনদে বসেছে। অন্যদিকে অনেক আশা থাকলেও গেরুয়া শিবির দুই অঙ্কের গণ্ডি পেরোতে পারেনি। তারা বাংলায় মাএ ৭৭ টি আসন পেয়েছে। তবে এই মুহূর্তে এখন বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওই ৭৭ টি আসন ধরে রাখা। তাই শীর্ষ নেতৃত্বরা বারংবার বৈঠক করছেন। কারণ ইতিহাস বলে তৃণমূল জিতলে বারংবার বাম ও কংগ্রেস থেকে একাধিক বিধায়ক দল ছেড়েছে। তাই এখন সাবধানী পদক্ষেপ ফেলছে বঙ্গ গেরুয়া শিবির।