ভোটের আগে রথ যাত্রার অনুমতি চেয়ে নবান্নকে চিঠি বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 5:27 a.m.

বিজেপি সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে রথযাত্রা অনুমতি গ্রহণ করার জন্য তারা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত

রাজ্যে ঝড় তুলতে কিছুদিন আগেই বিজেপির রথযাত্রা কর্মসূচির ঘোষণা হয়ে গিয়েছে। আর এবারে সেই রথযাত্রার কর্মসূচির অনুমতি চেয়ে নবান্নে চিঠি পাঠালো বিজেপি সদর দপ্তর। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই পরিবর্তন রথযাত্রা কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা যোগদান করতে চলেছেন। তবে বিরোধী দলের একাংশের মতামত, এই কর্মসূচির ফলে আইন-শৃঙ্খলার অবনতি হতে চলেছে। সোমবার এই ৫টি রথযাত্রা কোথা থেকে শুরু হবে এবং কোথায় যাবে তা নিয়ে আলোচনা হয়ে গেল। এই তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো হয়েছে। বিজেপি নেতৃত্ব জানাচ্ছে, এই মর্মে তারা স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন।

প্রসঙ্গত, এই বিধানসভা ভোটে গোটা রাজ্যকে ৫টি আলাদা আলাদা জোনে ভাগ করেছে ভারতীয় জনতা পার্টি। প্রতিটি অংশ থেকে একটি করে রথযাত্রার বেরোবে। ৬ ফেব্রুয়ারি রথযাত্রা বেরোবে কোচবিহার এবং নদীয়া থেকে। ৮ ফেব্রুয়ারি রথযাত্রা বেরোবে কাকদ্বীপ থেকে। ৯ ফেব্রুয়ারি রথযাত্রা বেরোবে ঝারগ্রাম এবং তারাপীঠ থেকে। জানা যাচ্ছে প্রতিটি রথ, ২০-২২ দিন পর্যন্ত ওই অংশে ঘুরবে। বিজেপির লক্ষ রাজ্যের সব কটি কেন্দ্রে ওই রথ পৌঁছে যাবে।