সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/10/2021   শেষ আপডেট: 19/10/2021 1:48 p.m.
~ Twitter@BabulSupriyo

পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা ‘অনৈতিক’ কাজ হবে, জানায় বাবুল

জল্পনার আবসান। অবশেষে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। খবর, সাংসদ পদ থেকে ইস্তফাপত্র জমা দিতে গিয়ে মঙ্গলবার সকালেই লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়েছিলেন তিনি।

এদিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্পিকারের বাড়িতে পৌঁছান বাবুল। আর সেখানেই ইস্তফা দেন বাবুল সুপ্রিয়।

ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকারও। আর সেখান থেকেই বাড়ি থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয় বলেন, "আমি আর এখন বিজেপির কেউ নই। তাই সাংসদ পদ আঁকড়ে ধরে রাখার অর্থ নেই। আমি পদত্যাগ করলাম।"

প্রসঙ্গত, গত অগস্টে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়েছেন বাবুল। তার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। সে সময় ইস্তফা দেওয়া নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা ‘অনৈতিক’ কাজ হবে।