ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন অমিত শাহ, মধ্যাহ্নভোজন করলেন বিজেপি কর্মীর বাড়িতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2021   শেষ আপডেট: 09/04/2021 9:06 p.m.
কলকাতায় অমিত শাহ twitter.com/AmitShah

অমিত শাহ আজ ভবানীপুরে রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করেন

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। চতুর্থ দফা নির্বাচন আছে আগামী ১০ এপ্রিল। সেই নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। তাই আজ মমতার পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রচার করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসলে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার বিপক্ষে আছেন গেরুয়া সৈনিক রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষের হয়ে অমিত শাহ আজকে ভবানীপুরে প্রচার করতে আসেন। তিনি ভবানীপুরের ছোট ছোট গলিতে ঢুকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি নিজের হাতে করে এলাকাবাসীর দুয়ারে পৌঁছে গিয়ে বিজেপি সংকল্পপত্র দিয়েছেন। সেই সাথে সোনার বাংলা গড়ার জন্য বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে অনুরোধ জানিয়েছেন।

অমিত শাহ ভবানীপুরে কর্মসূচির মাঝে দুপুরবেলা এলাকার পুরনো বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। জানা গিয়েছে যে ওই বিজেপি কর্মী গত ৫৫ বছর ধরে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে কাজ করছেন। ওই বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজনের শাহ মেনুতে ছিল জিরা ভাত, লুচি, রুটি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ছানার ডালনা, ধোকা, সন্দেশ, নতুন গুড়ের রসগোল্লা।