অভিষেকের শ্যালিকাকে প্রায় আড়াই ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর মিলল গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/02/2021   শেষ আপডেট: 22/02/2021 7:47 p.m.
-

বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় সাংসদের শ্যালিকাকে

প্রায় আড়াই ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার আবাসন থেকে বাইরে এলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গেছে, বিদেশের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সহ একাধিক বিষয়ে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। শ্যালিকার পর এবার মঙ্গলবার সিবিআইয়ের মুখোমুখি হবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার পাশাপাশি তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও রবিবার নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্র মারফত জানা যাচ্ছে, বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় সাংসদের শ্যালিকাকে। তাঁর ব্যবসার খোঁজ খবরও নেওয়া হয়েছে এদিন। মেনকার বয়ান লিখিতভাবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। দেশে-বিদেশে কোথায়, ক’টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মেনকার, কোনও কোম্পানি বা ব্যবসার সঙ্গে তিনি যুক্ত আছেন কিনা এই সব তথ্য জানতে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের দাবি। তাঁর থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই আগামিকাল জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে, জানা গেছে সিবিআই সূত্রে।