'আমি অন্য মেটিরিয়াল' আজ ইডি'র জেরার মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/03/2022   শেষ আপডেট: 29/03/2022 1:10 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

গত সপ্তাহেই কয়লা পাচার কান্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) আজ ইডি'র (ED) জেরার মুখোমুখি হচ্ছেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, অভিষেকের আইনজীবী ইমেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি ইডি-র দিল্লির কার্যালয়ে আজ হাজির হতে পারছেন না। প্রসঙ্গত, গত সপ্তাহেই কয়লা পাচার কান্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। আর্জি জানিয়েছিলেন, কলকাতার ইডির অফিসেই যেন তাঁকে এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু সেই মামলা গৃহীতই হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন অভিষেক। প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপরই ইডি সমন থেকে অব্যাহতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেবার পিটিশন খারিজ করে দেওয়া হয়। এর পিছনেও রাজনৈতিক চক্রান্তের কথা উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক সেবার বলেন, "যারা ইডি-সিবিআইকে হাতিয়ার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছে ও ভাবছে, আমাকে জোর জবরদোস্তি ভয় দেখিয়ে মাথানত করাবে তারা ভুল করছে। আমি অন্য বস্তু। এসব যত করবে, আমি তত লক্ষ্যে অবিচল থাকব। তত দৃঢ়প্রতিজ্ঞ হবো। আমার জেদ তত বাড়বে। সবাই মেরুদণ্ডহীন নয়।"