তামিলনাড়ু থেকে উত্তরবঙ্গ হয়ে থাইল্যান্ডে কচ্ছপ পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/07/2022   শেষ আপডেট: 15/07/2022 9:05 p.m.
facebook.com/kolkatapoliceforce

কলকাতাকে সেফ করিডর করেছিল ধৃতেরা

ধর্মতলার মা দুর্গা বাস স্ট্যান্ডে স্যুটকেস হাতে দুই অজ্ঞাতপরিচয়ের যুবককে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের। কোথায় যাবে তোমরা? জিজ্ঞাসা করতেই ঘাবড়ে যায় দু’জন। তখনই দুটো স্যুটকেস টেনে নিয়ে খোলে পুলিশ। খুলতেই দুটো স্যুটকেসে থরে থরে সাজানো কচ্ছপ। জানা যায়, তামিলনাড়ু থেকে উত্তরবঙ্গ হয়ে ওই কচ্ছপগুলি থাইল্যান্ডে পাচার করার পরিকল্পনা ছিল।

এই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা তামিলনাড়ুর বাসিন্দা। বিদেশে এই ৫০৯টি লাইভ ইন্ডিয়ান স্টার প্রজাতির কচ্ছপ পাচারের উদ্দেশ্যে নিয়ে কলকাতাকে সেফ করিডর করেছিল তারা।

ইতিমধ্যে উদ্ধার হওয়া কচ্ছপ রাখা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। ধৃতদের জেরা করে মূল পাণ্ডার নাগাল পেতে চাইছে ময়দান থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওয়াইল্ড লাইফ প্রটেকশন আইন, ১৯৭২ অনুযায়ী এই কচ্ছপগুলিকে বিরল বলে গণ্য করা হয়েছে। তাই গ্রেফতারির পর অভিযুক্ত দুই দক্ষিণ ভারতীয় যুবককে কলকাতা পুলিশের ওয়াইল্ড লাইফ সেকশন নিজেদের হেফাজতে নিয়েছে।