৮০ ঊর্ধ্ব অসুস্থ প্রবীণদের জন্য করোনা ভ্যাকসিন বিপদজনক!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2021   শেষ আপডেট: 16/01/2021 3:53 a.m.

বিজ্ঞানীদের এই দাবি চিন্তা বাড়াচ্ছে

করোনা ভ্যাকসিন বিপদজনক! হ্যাঁ, সামান্য অসুস্থতা থাকা ৮০ ঊর্ধ্ব প্রবীণদের জন্য করোনা টিকা বিপদজনক হয়ে উঠতে পারে এমনটাই দাবি করলেন নরওয়ের একদল গবেষক। তাঁদের দাবি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার কয়েকদিনের মধ্যেই ২৩ জন মারা গেছেন দেশজুড়ে। মৃতদের ময়নাতদন্ত করার পরেই এমনই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। তাঁদের দাবি, অধিকাংশ মানুষ যারা ৮০ বা তার বেশি বয়সি তাঁদের সামান্য কিছু সমস্যা থাকলেও করোনা ভ্যাকসিন তার উপর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করছে।

নরওয়েতে প্রথম ডোজ দেওয়া মানুষদের মধ্যে যাদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তার এক তৃতীয়াংশের বয়স ৮০-৯০ এর মধ্যে। তাইবলে কমবয়সি কিংবা সম্পূর্ণ সুস্থ মানুষদের যে করোনা ভ্যাকসিন নেওয়ায় খুব ঝুঁকি আছে তেমন নয়। বয়স্কদের জন্য টিকায় কিছু বদল আনা যায় কিনা সেই বিষয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে।