তুমি অন্য কোথাও যেও না তুমি এই দেশেতেই থাকো, গানের সুরেই অনির্বাণদের বিঁধলেন বাবুল-রুদ্রনীল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/04/2021   শেষ আপডেট: 07/04/2021 8:25 p.m.
বড় যত্ন করে মিথ্যে বলে বিকৃত করে ইতিহাস,বৃথা স্বপ্ন দেখো বাঙালি আবার পড়বে তোমার সিলেবাস youtube.com/watch?v=_W7JpBOxivg

আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব, অনির্বাণের গানে পাল্টা সরব বাবুল

সামনেই বিধানসভা নির্বাচন, জিতবে কোন দল? বাকি এখনও পাঁচ দফায় নির্বাচন। আর তার আগেই প্রচারে খামতি রাখছেন না কোনও দল। সভার পাল্টা সভা করে একে অপরকে আক্রমণ করা নতুন কিছু নয়, প্রতিবার তা হয়, এবারেও হচ্ছে। তবে তাতেই রকমফের! ভুললে হবে না এবছরে প্রায় সব দলেই তারকাদের ভীড়। কাজেই প্রচার যে ভিন্নস্বাদের হবে, তা আশাতীত।

কিছুদিন আগেই অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) সহ একাধিক তারকাদের গানের বার্তা ছিল, “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব।” যা মূলত এনআরসি ও সিএএ'র সময় বেঁধেছিলেন অর্ণিবান। সুর দিয়েছেন শুভদীপ গুহ। গেয়েছেন অর্ক মুখোপাধ্যায়, শুভদীপ গুহ, অনির্বাণ, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, উজান চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন। তবে গানটিতে অভিনয় করতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, রেশমি সেন সহ অনেকেই।

এই গানে বহু তারকাদের দেখা মিললেও, চোখে আসেনি বিজেপিতে যোগদানকারী প্রার্থীরা। তবে এবার এই গানেরই পাল্টা গান, বাবুল সুপ্রিয় (Babul Supriyo), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বিজেপির পক্ষ থেকে এল এবার নতুন মিউজিক ভিডিও। যার বার্তা, "তুমি অন্য কোথাও যেও না তুমি এই দেশেতেই থাকো।"

বুধবার বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে গানটি পোস্ট করে লেখা হয় “বড় যত্ন করে মিথ্যে বলে বিকৃত করে ইতিহাস, বৃথা স্বপ্ন দেখো বাঙালি আবার পড়বে তোমার সিলেবাস।" এই গানে বাবুল-রুদ্রনীল ছাড়াও রয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya) সহ অন্যান্যরা।