আমিশা, মহিমাদের পশ্চিমবঙ্গে ভোট প্রচার নিয়ে একহাত নিলেন 'বামপন্থী' শ্রীলেখা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/04/2021   শেষ আপডেট: 21/04/2021 5:18 a.m.
মহিমা শ্রীলেখা এবং আমিশা Instagram.com/ @ameeshapatel9, @sreelekhamitraoffcial,. @mahimachaudhary1

বলিউড তারকাদের প্রচারে নামাচ্ছে তৃণমূল এবং বিজেপি। সেই নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীলেখা মিত্র

পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনী প্রচারে একাধিক তারকা বোম্বে থেকে ছুটে আসছেন বাংলায়। একদিকে যেমন বিজেপির হয়ে প্রচার করতে চলে এসেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তেমনি তার পাল্টা চাল দিতে তৃণমূল নিয়ে এসেছে 'ধন্যি মেয়ে' জয়া বচ্চনকে। আর এবারে চমক দিতে বাংলায় ভোট প্রচারে এলেন আমিশা পটেল এবং মহিমা চৌধুরী। আমিশা ও মহিমা দুজনেই বলিউডের জনপ্রিয় তারকা। মহিমা চৌধুরী কিছুদিন আগে তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে কামারহাটিতে প্রচার করতে গিয়েছিলেন। তার কিছুদিন পরেই আবার তাকে দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তর হয়ে প্রচার করতে। আমিশা প্যাটেল আবার স্বপন দেবনাথ - এর হয়ে প্রচার করতে এসেছিলেন বাংলায়। এবারে এই সমস্ত তারকাদের প্রচার পর্বকে একহাত নিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্র।

চিরকালীন বামপন্থী এই নায়িকা একের পর এক জনসভায় বামফ্রন্টের হয়ে গলা ফাটিয়ে চলেছেন। তার ট্রেডমার্ক ডায়লগ 'বিজেমূল' বর্তমানে বামফ্রন্টের প্রচারের অন্যতম রসদ।শারীরিক অসুস্থতা নিয়ে তিনি বাম শিবিরের হয়ে একের পর এক প্রচার করছেন। এবারে বলিউড তারকা আমিশা প্যাটেল এবং মহিমা চৌধুরীর প্রচার পর্বকে নিয়ে কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখা বললেন, "নিন পরিবর্তন দেখুন। বাংলায় তারকারা মানুষের জন্য কাজ করতে ব্যস্ত। আর বাকি আছি আমরা যারা রাজনীতি বুঝি না বলে সূক্ষ্মভাবে এড়িয়ে যাই। তাছাড়া আরেকটি অংশ #NoVoteToBJP ক্যাম্পেইন শুরু করে আকারে-ইঙ্গিতে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলে। আর এবারে বলিউড থেকে আমদানি শুরু হলো তারকাদের। আর তাদের কাছে একটাই কথা, যে বেশি টাকা দেবে তার হয়ে প্রচার করবে। সবশেষে তার প্রশ্ন, "মানুষ কি এতই বোকা?"