ভোট দিয়েই আত্মবিশ্বাসী সাংসদ নুসরত জাহান, তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/04/2021   শেষ আপডেট: 26/04/2021 12:14 p.m.
ভোট দিয়েই আত্মবিশ্বাসী সাংসদ নুসরত জাহান, তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে Instagram @nusratchirps

এতদিন নির্বাচন কমিশন ঘুমোচ্ছিল কেন? তোপ নুসরতের

বঙ্গে আজ সপ্তম দফার (7th Phase) নির্বাচন। পাঁচ জেলার মোট ৩৪টি আসনে আজ ভোটগ্রহণ, ৩৭ জন মহিলা-সহ মোট ২৬৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা আজ। রুদ্রনীল থেকে সায়নী, হেভিওয়েট প্রার্থীদের তালিকাতে বহু প্রার্থী। সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার (West Bengal Election 2021) প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সকাল সকাল সপরিবারে ভোট দিলেন বালিগঞ্জের ভোটার তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। এদিন সকালে বালিগঞ্জের মর্ডান হাইস্কুলে ভোট দেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা। ভোট দিয়েই আরও আত্মবিশ্বাসী নুসরত জাহান।

ভোটদান পর্ব মিটিয়ে বাইরে এসে সাংবাদিকদের কথায় ছবি তুলে, টুইটারের দেওয়ালে সেই ছবি শেয়ার করে নায়িকার বার্তা- ‘গণতন্ত্র রক্ষায় ভোটদান, ভোট ফর টিএমসি, টিএমসি ২০০ পার।' সাংবাদিকদের তিনি বলেন, 'আমি যেখানে যেখানে ক্যাম্পেন করতে গিয়েছি, সেখানে জনতার ভিড় উপচে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাঁরা মুখ্যমন্ত্রী হিসাবে দিদিকেই চায়। এতদিন নির্বাচন কমিশন ঘুমোচ্ছিল কেন? যখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিল উনি কোনও জনসভা করবেন না, তখনই নির্বাচন কমিশন সব পাবলিক মিটিং বাতিল করল। নির্বাচন কমিশন অন্য কারুর থেকে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বেশি মেনে চলেন তা স্পষ্ট।'

উল্লেখ্য, এবারের বিধানসভা ভোটে সক্রিয় ভাবে দলের প্রচারে দেখা গিয়েছে নুসরতকে। সারা রাজ্যজুড়েই দলের বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটপ্রচারে দেখা গিয়েছে তাঁকে।প্রসঙ্গত, এদিন কলকাতায় বালিগঞ্জ ছাড়াও ভোট গ্রহণ পর্ব চলছে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী কেন্দ্রে। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়।