Nikhil-Nusrat : বিবাহবিচ্ছেদ মামলায় স্বস্তি, নুসরতের বিরুদ্ধে জয়লাভ নিখিলের

শ্রেয়া সাহা
প্রকাশিত: 17/11/2021   শেষ আপডেট: 17/11/2021 6:17 p.m.
-

জয় নিখিলের হলেও, শিলমোহর পড়েছে নুসরতের কথাতেই

বিবাহবিচ্ছেদ মামলায় অবশেষে স্বস্তি। মামলায় জিতে উচ্ছ্বসিত নিখিল জৈন (Nikhil Jain)। আজ আবার নিখিলের জন্মদিন। আর সেই দিনেই মামলায় জয়লাভ করতেই, 'উপহার' হিসেবে আখ্যা নিখিলের।

প্রসঙ্গত, গতবছরের ডিসেম্বর থেকেই একসঙ্গে থাকেন না নিখিল-নুসরত। গত ৯ জুন সংবাদমাধ্যমে বিবৃতিতে নুসরত জানিয়েছিলেন, স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের (Special Marriage Act) আওতায় রেজিস্ট্রার করা হয়নি বলে এই বিয়ে অবৈধ। তাই ভারতীয় নিয়ম অনুযায়ী, নুসরত-নিখিল বিয়ে নয় বরং লিভ-ইনে আছেন। আর তাই বিচ্ছেদের কোনও প্রশ্নই উঠছে না।

তবে এবার নুসরত জাহানের বিরুদ্ধে অ্যানালমেন্ট অব ম্যারেজের মামলায় জিতে গেলেন তাঁর প্রাক্তন স্বামী নিখিল জৈন। বুধবার তাঁদের বিয়ে খারিজ করে দিল আলিপুর সিভিল কোর্ট।  

এমনকি নুসরতের মন্তব্যের মতোই আলিপুর আদালতেরও বক্তব্য, "বৈধ ছিল না নুসরত জাহান-নিখিল জৈনের বিয়ে।" কাজেই, জয় নিখিলের হলেও, শিলমোহর পড়েছে নুসরতের কথাতেই।

কারণ, নুসরত জাহান প্রথম থেকেই দাবি করেছেন, এই বিয়ে নিয়ম অনুযায়ী হয়নি। কাজেই বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।