মনিকর্ণিকার সিক্যুয়েল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে গল্প চুরির অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/01/2021   শেষ আপডেট: 15/01/2021 11:21 a.m.
facebook @KanganaRanaut

আশিস কলের অভিযোগ : তার বইয়ের কপিরাইট শর্ত লঙ্ঘন করেছেন অভিনেত্রী

গতকালই নিজের বহুল আলোচিত ছবি মনিকর্ণিকার সিক্যুয়েল 'মনিকর্ণিকা : দ্য লেজেন্ড অব দিদ্দা'র ঘোষণা করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই সরাসরি গল্পের এক্সক্লুসিভ কপিরাইট নীতি লঙ্ঘন করে কঙ্গনার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করলেন দিদ্দার জীবন নিয়ে দীর্ঘ ছ'বছর গবেষণা করে লেখা 'দিদ্দা - কাশ্মীর কি যোদ্ধা রাণী' বইয়ের লেখক আশিস কল।

কি জানিয়েছেন আশিস? তিনি বলেন গত বছরের সেপ্টেম্বর নাগাদ কঙ্গনাকে এই কাহিনীকে জোর দিয়ে সিলভার স্ক্রিনে ফুটিয়ে তোলার প্রস্তাব দেন, তবে কোন সদুত্তর মেলেনি। কিন্তু ওনার মতো একজন জাতীয়তাবাদী, জ্ঞানী ও প্রতিবাদী অভিনেত্রী নিজের পরিচয় নষ্ট করলেন এইভাবে লেখকের একক অধিকার লঙ্ঘনের জন্য। তবে আশিস এও বলেন হয়তো তাকে ভুল পথে চালিত করা হয়েছে। কাশ্মীরের রাণী হয়ে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে গর্জে ওঠা দিদ্দার এই কাহিনী যা কলহনের রাজতরঙ্গিনীর দু-পাতা বাদ দিলে ইতিহাসে আর কোথাও উল্লেখ পাওয়া যায় না, তিনি তা নিয়ে তার বহুমূল্যবান ছ'বছর গবেষণা করেছেন ওই বইটি লেখার জন্য, দাবি করেন লেখক।