শিউলি আর কাশফুলের গন্ধ আনছে নতুন বাংলা গান

সুকন্যা রায়
প্রকাশিত: 08/10/2021   শেষ আপডেট: 09/10/2021 4:28 p.m.
facebook.com/indranilmusicallyyours

নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, “মানুষের বয়স বাড়ে কখন? যখন সে বিচ্ছিন্ন হয়ে যায়,নিজেকে সরিয়ে নেয় একপাশে…” কিন্তু তারপর আবার সংযোগের ইচ্ছে হলে!..তখন নতুন সৃষ্টি! দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে উত্তর কলকাতার এক ছেলের সেই শৈশবের মন কেমনের কথা জানাবে সে গানে গানে। সেই উপলক্ষেই শ্রী ইন্দ্রনীল দত্তের মুখোমুখি আমাদের প্রতিনিধি সুকন্যা রায়।

“একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু...”― রবি ঠাকুরের এই ছড়াটা আমাদের ছোটবেলা জুড়ে ছিল। বড় হতেও আমরা বুঝেছি, স্বপ্নই আসলে আমাদের বেঁচে থাকতে শেখায়। শরৎ আকাশে সেই স্বপ্ন আঁকার কথা বলতে শিউলি আর কাশফুলের গন্ধ সঙ্গে করে নিয়ে আসছে পুজোর নতুন গান।

ইন্দ্রনীল দত্ত

জি বাংলা সারেগামাপা(২০১৭) খ্যাত শ্রী ইন্দ্রনীল দত্তের কণ্ঠে আসতে চলেছে “আকাশ যখন স্বপ্ন আঁকে...”। যে গানের গীতিকার শ্রী অঞ্জন মজুমদার। যন্ত্রসংগীতের দায়িত্বে শ্রী দীপঙ্কর ভাস্কর। উপস্থাপন, অলংকরণ ও সম্পাদনার দায়িত্বে চন্দন, সুপ্রভাত,সায়ক,রাজশেখরের মত একঝাঁক উজ্জ্বল ও তরুণ প্রতিভা। পুজোয় এই নতুন গান প্রকাশ নিয়ে আমরা কথা বললাম শিল্পীর সঙ্গে।

প্র: পুজোর গান মানেই বাঙালির কাছে এক নতুন উত্তেজনা,উন্মাদনাও। এখন প্ল্যাটফর্ম বদলে গেছে,ক্যাসেট বা সিডির যুগ থেকে ইউটিউব। একজন শিল্পী হিসেবে আপনার কী মনে হয় মানুষের মধ্যে সেই উন্মাদনা বা উত্তেজনা কি একইরকম আছে?

উ: আমার মনে হয়, এটা বাংলা গানের একটা প্রবণতা পুজো বা নববর্ষে নতুন গান। সেদিক থেকে দেখতে গেলে প্ল্যাটফর্ম বদলালেও প্রবণতা, চাহিদা বদলায়নি। শ্রোতা বা সময়ের সঙ্গে পৌঁছনোর মাধ্যম হয়তো বদলেছে, কিন্তু বাংলা গান সম্পর্কে উন্মাদনা একই আছে।

প্র: একটা সময় ছিল যখন গায়ক-গায়িকাদের পাশাপাশি গীতিকার বা সুরকাররাও সমান পরিচিতি পেতেন। স্বর্ণযুগের বাংলা গানের জগৎ ঠিক যেমন ছিল। এখন কী প্ল্যাটফর্ম বদলানোর কারণে শুধুমাত্র গায়ক-গায়িকাদের জনপ্রিয়তাই বেশি হয় গীতিকার বা সুরকারদের থেকে?

উ: এটা কিছুটা ঠিক। কারণ, এখন বিভিন্ন টেলিভিশন শো এর দৌলতে সংগীতশিল্পীদের মানুষ যতটা চেনেন, সেটা স্রষ্টাদের তুলনায় সত্যি অনেক বেশি। এটা আগেও ছিল, তবে এটাও ঠিক সোশ্যাল মিডিয়ার জন্য একটু পরে হলেও মানুষ কিন্তু নেপথ্যে থাকা মানুষগুলোকেও চিনছেন।

ইন্দ্রনীল দত্ত

প্র: একজন শিল্পী হিসেবে ফরমায়েসি কাজ নাকি স্বাধীন কাজ, কোনটাকে গুরুত্ব দেবেন?

উ: দেখুন, যখন আমরা সিরিয়ালের প্লে-ব্যাক করছি বা কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছি, সেগুলো ফরমায়েসি কাজ। সেটার একরকম অভিজ্ঞতা, ভালো লাগা আবার নিজের চ্যানেল বা নিজের ক্ষেত্র থেকে স্বাধীনভাবে মৌলিক কোনো কাজ করছি, এটা আর একরকম অভিজ্ঞতা। এই দু’টি বিষয়েরই প্রয়োজন রয়েছে।

আপাতত ইন্দ্রনীলবাবু ব্যস্ত ১০ ই অক্টোবরে তাঁর নতুন গান রিলিজ নিয়ে, যে গানটি পুজোর শুরুতেই মাতিয়ে দিতে আসছে Indranil Datta Official ইউটিউব চ্যানেল থেকে। সমগ্র টিমের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল “পরিদর্শক” এর পক্ষ থেকে।