শোকের ছায়া সংগীত জগতে, পিতৃহারা হলেন শান্তনু মৈত্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/05/2021   শেষ আপডেট: 15/05/2021 2:02 p.m.
শান্তনু মৈত্র facebook.com/moitrashantanu/

নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই খবর জানিয়েছেন

করোনার (COVID-19) জেরে বিপর্যস্ত জনজীবন। একের পর এক প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, অ্যাম্বুলেন্সের সাইরেন। চারিদিকে যেন মৃত্যুপুরী! এই পরিস্থিতিতে ফের দুঃসংবাদ। পিতৃহারা হলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র। নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের এই খবর জানিয়েছেন।

ফেসবুকে ছবি পোস্ট করে তাঁর বার্তা, "আমি যদি আর কয়েক পা তাঁর সঙ্গে যেতে পারতাম। তোমাকে মিস করব বাবাই৷’’ এই শোকসংবাদে শান্তনুকে সান্ত্বনা জানিয়েছেন অগণিত শুভার্থী ও অনুগামী মহল। ক্যাপশনে নিজের কম্পোজ করা গানের লাইন উল্লেখ করেই লেখেন- "চার কদম, বস চার কদম চল দো না সাথ মেরে। আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার পথ প্রদর্শক, আমার বাবাই চলে গেলেন। উনি হাসতে হাসতে গিয়েছেন, এবং পূর্ণ মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন। আমি আজীবন এটাই চাইব আর ভাবব যদি উনি আরও চার কদম আমার সঙ্গে চলতেন। খুব মিস করব তোমায় বাবাই।"

তবে কী কারণে মৃত্যু হয়েছে তাঁর বাবার। এ বিষয়ে কিছু জানাননি শান্তনু। তবে মনে করা হচ্ছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বর্ষীয়ান সংগীত শিল্পীর।