হিন্দু দেবতাদের নিয়ে ঠাট্টা-মস্করার অভিযোগে সইফ-'তান্ডব' বয়কটের ডাক নেটদুনিয়ায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 10:30 a.m.
~

শিবের মুখে অশ্লীল শব্দ! সমালোচনার কেন্দ্রে জিষাণ আয়ুব

ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে আরও একবার বয়কটের ডাক উঠল বলিউডি ছবির বিরুদ্ধে। অ্যামাজন প্রাইমে সদ্য মুক্তিপ্রাপ্ত সইফ আলি খান ,ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, কুমুদ মিশ্র, জিষাণ আয়ুব অভিনীত ওয়েব সিরিজ 'তান্ডব' পড়ল নেটিজেনদের রোষানলে। মুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই ওই ছবিতে প্রর্দশিত হিন্দু ধর্মের দেবতাদের নিয়ে ঠাট্টা-মস্করাসহ অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে সরব হয়ে ট্যুইটারে হ্যাশট্যাগ সমেত BanTandavNow প্রতিবাদে জ্বলে উঠলেন দর্শকদের একাংশ।

ঠিক কোন দৃশ্য বা সংলাপকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক? আলি আব্বাস জাফরের পরিচালনায় এই ছবিটি প্রধানত রাজনীতি নির্ভর। সমর প্রতাপের ভূমিকায় সইফ, অনুরাধা কিশোরের চরিত্রে থাকা ডিম্পলদের সাথে এই ছবিতে শিবা শেখরের রোলে অভিনয় করেন উঠতি অভিনেতা মহম্মদ জিষাণ আয়ুবও। ছবিতে জিষাণকে কলেজ ক্যাম্পাসে একটি নাটকের দৃশ্যে শিবের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সেখানে নারদের চরিত্রাভিনেতাকে বলতে শোনা যায় রামের ফলোয়ার্স বেড়ে গেলে শিবেরও কিছু করা উচিত। এছাড়াও শিব অর্থাৎ জিষাণের মুখে 'আজাদি' উচ্চারণের সাথে অশ্লীল শব্দও সংলাপ হিসেবে ব্যবহার করা হয়েছে আর তাই নিয়েই ক্ষোভ উপচে পড়েছে স্যোশাল মিডিয়ায়। এর আগে সিএএ বিরোধীতায় ও কৃষক আন্দোলনে সমর্থন করায়ও ট্রোলের মুখে পড়তে হয় আয়ুবকে।