প্রথম প্রযোজনার ফিল্মই অস্কারের দৌড়ে সেরা, প্রশংসিত বিদ্যা বালান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2021   শেষ আপডেট: 16/01/2021 9:03 p.m.
নটখট-বিদ্যা বালান Twitter

অস্কার প্রতিযোগিতায় সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা করে নিল, বিদ্যা বালান অভিনীত ‘নটখট’

বিদ্যা বালান অভিনীত শর্ট ফিল্ম ‘নটখট’ ২০২১ সালের অস্কার প্রতিযোগিতায় সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা করে নিল। গর্বের মুহূর্ত দেশবাসীর জন্য। যদিও, এর আগে অভিনেত্রী সায়নী গুপ্তর ছবি 'শেমলেস' সিনেমাও অস্কারের দৌঁড়ে নাম লিখিয়েছিল।

তবে এবার 'নটখট' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র বিজয়ী বিদ্যা বালান। এ বারে মা-ছেলের রসায়নের গল্প ‘নটখট’ অস্কারের ‘বেস্ট শর্ট ফিল্ম’ তালিকায় অন্তর্ভুক্ত হল। 

কেবল অভিনয় নয়, এই ছবি দিয়ে প্রযোজনায় হাতে খড়ি হল বিদ্যা বালনের। শান ব্যাস পরিচালিত ৩৩ মিনিটের এই ছবির প্রিমিয়ার হয় ‘ট্রিবেকাস উই আর ওয়ান: গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'এ।

সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে বিদ্যা বালনের এই শর্ট ফিল্মের নাম আসতেই,‘আরএসভিপি মুভিস’এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এই সুখবর দিয়ে ক্যাপশনে লেখা হয়, "আমরা এই ছবিটিকে পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে দিতে পেরেছি। ছবির গল্পের মাধ্যমে জানাতে চেয়েছি, সমাজে বদল আনতে হলে তার প্রথম পদক্ষেপ নিজের বাড়ির ভিতরে হওয়া উচিত। ২০২১ সালেক অস্কারের প্রতিযোগিতায় নাম লেখাতে পেরে আমরা খুব খুশি।"