গালিগালাজ ও চড় মারার অভিযোগে জামিন অযোগ্য মামলা দায়ের পরিচালক মাঞ্জরেকরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 7:10 p.m.
অভিনেতা তথা পরিচালক মহেশ মাঞ্জরেকর

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইয়াভাত থানার পুলিশ

এক ব্যক্তিকে চড় মারা ও হেনস্থার অভিযোগ উঠল, অভিনেতা তথা পরিচালক মহেশ মাঞ্জরেকরের (Mahesh Manjrekar) বিরুদ্ধে।

সূত্রের খবর, শুক্রবার মহারাষ্ট্রের পুনে-সোলাপুর হাইওয়েতে এক ব্যক্তির গাড়ি মহেশ মাঞ্জরেকরের গাড়িতে ধাক্কা দেয়। পরে ওই ব্যক্তিকে থাপ্পড় দেন তিনি। গালিগালাজও করেন, এরপর সেই ব্যক্তি এই নির্মাতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

ইয়াভাত পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, "অভিযোগকারী কৈলাশ সাতপুতের অভিযোগ হাইওয়েতে আচমকা পরিচালক মহেশ মাঞ্জেরকরের গাড়ি ব্রেক কষার ফলে তাঁর গাড়ি পিছন থেকে পরিচালকের গাড়িতে গিয়ে ধাক্কা খায়। গাড়ি থেকে পরিচালক তড়িঘড়ি নেমে আসার পর দুজনের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। এরপরই কৈলাশ সতপুতেকে কটুক্তি করেন এবং চড় মারেন পরিচালক।"

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইয়াভাত থানার পুলিশ। অভিযোগকারী কৈলাশ সাতপুতের দাবি, মহেশ মাঞ্জরেকরের গাড়িটি হঠাৎ ব্রেক করলে, তার গাড়ি পেছন দিকে ধাক্কা দেয়। এরপর মহেশ গাড়ি থেকে বের হয়ে আসেন। তাদের মধ্যে ঝামেলা হয়। এবং তাকে থাপ্পড় মারেন অভিনেতা তথা পরিচালক মহেশ মাঞ্জরেকর।