অবস্থার অবনতি বর্ষীয়ান শিল্পীর, অক্সিজেন সার্পোটে হাসপাতালে ভর্তি অনামিকা সাহা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/04/2021   শেষ আপডেট: 27/04/2021 4:55 p.m.
অনামিকা সাহা facebook.com/swarnava.sinha

বিধানসভা ভোটে শাসকদলের হয়ে প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছিল অনামিকা সাহাকে

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান শিল্পী অনামিকা সাহা। সূত্রের খবর, দিন কয়েক আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। এরপর শরীরের নানান রকম সমস্যার জেরে হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর, ছুটির কথা উঠতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর এম আর বাঙুর হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।

তবে দুঃখের খবর, বর্তমানে তাঁর অবস্থার অবনতি ঘটে। শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মক কমে যাওয়ায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। অনেকেই মনে করছেন, ভোট প্রচারে গিয়ে করোনাক্রান্ত হয়েছেন তিনি। কারণ, বিধানসভা ভোটে শাসকদলের হয়ে প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছিল অনামিকা সাহাকে। মদন মিত্র থেকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। 

তবে সম্প্রতি 'হয়তো তোমারই জন্য' ধারাবাহিকে অভিনয় করছিলেন অনামিকা সাহা। আর এই সিরিয়ালের অপর সদস্য চৈতি ঘোষালও করোনা সংক্রমণের গ্রাসে। উল্লেখ্য, ‘হয়তো তোমার‌ই জন্য’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবার পাশাপাশি জি বাংলার সদ্য শেষ হওয়া ‘আলো ছায়া’ ধারাবাহিকেও ঠাকুমার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অনামিকা সাহাকে। 

আপাতত অক্সিজেনের সাপোর্টে রাখার পর কেমন আছেন অনামিকা সাহা, সেই বিষয়ে এখনও হাসপাতাল সূত্রে কোনো খোঁজ মেলেনি। এদিকে রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও প্রায় ১৬ হাজার ছুঁয়ে ফেলল। একদিনে মৃত্যু হয়েছে রেকর্ড ৬৮ জনের। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, দুই জেলাতেই দৈনিক সংক্রমিতের সংখ্যা ভয় ধরানোর মতো।