আরবাজ খান, সোহেল খান এবং তাঁর ছেলের বিরুদ্ধে মুম্বাই পুলিশে এফআইআর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/01/2021   শেষ আপডেট: 05/01/2021 5:50 a.m.
facebook.com/sohel khan

কোভিড সতর্কবিধি লঙ্ঘন করার জন্যই মামলা দায়ের করলো BMC

সরকারি নিয়ম অনুযায়ী দুবাই কিংবা ব্রিটেন থেকে কোনো ফ্লাইটে ফেরা যাত্রীদের ৭দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। কিন্তু খান পরিবারের ৩ সদস্য সেই নিয়ম অমান্য করে বিপাকে পড়লেন।

সালমান খানের ভাই আরবাজ এবং সোহেল ও তার ছেলে নির্বাণ খানের নামে মুম্বাই পুলিশের কাছে এফআইআর দায়ের করলো বৃহৎমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। গত ২৫ ডিসেম্বর দুবাই থেকে ভারতে ফেরেন এই তিনজন। নিয়ম অনুযায়ী ৭ দিন তাজ হটেলে কোয়ারেন্টাইনে থাকবেন বললেও দেশে ফিরেই বান্দ্রায় নিজেদের বাড়িতে চলে যান তাঁরা।

কোভিড স্বাস্থ্যবিধি অমান্য করার জন্য ভারতীয় দণ্ডবিধির ধারা ১৮৮-র উপর ভিত্তি করে মামলা দায়ের হয়েছে ওঁদের বিরুদ্ধে।