জম্মু কাশ্মীরের সেনা জওয়ানদের সাথে দিন কাটালেন অক্ষয় কুমার, দেখে নিন কিছু ছবি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/06/2021   শেষ আপডেট: 17/06/2021 6:20 p.m.
অক্ষয় কুমার twitter.com/BSF_Kashmir

অক্ষয় কুমার গ্রামে স্কুল তৈরির জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন

রিল লাইফের খিলাড়ি নাম্বার ওয়ান অর্থাৎ বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) আজ অর্থাৎ বৃহস্পতিবার জম্মু কাশ্মীর (Jammu Kashmir) সীমান্তে রিয়েল লাইফ হিরো বিএসএফ জওয়ানদের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি জওয়ানদের সাথে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি তার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি ছাড়াও বিএসএফ (BSF) কাশ্মীর তাদের টুইটার অ্যাকাউন্টে প্রিয় অভিনেতার বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেন। সেই টুইট শেয়ার করে অভিনেতা আবেগপ্রবণ হয়ে লিখেছেন, "আজকের দিনটা ভারতমাতার সাহসী সেনা জওয়ানদের সাথে সীমান্তে গিয়ে কাটালাম। এখানে আসাটা সবসময় খুবই সুখদায়ক। রিয়েল হিরোদের কাছে এসে আমার তাঁদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়।"

সেইসাথে বলিউড খিলাড়ি লাইন অফ কন্ট্রোলের (LoC) বান্দিপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম তুলাইলে একটি স্কুল বিল্ডিং তৈরির জন্য ১ কোটি দান করেছেন। এই বিষয়ে সেনার পক্ষে জানানো হয়েছে, "অক্ষয় কুমার গ্রামে স্কুল বিল্ডিং তৈরির জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি আজ বর্ডারে থাকা সেনা এবং বিএসএফ জওয়ানদের সাথে দেখা করে তাদের অনুপ্রেরণা দিয়েছেন। সেইসাথে তিনি উপস্থিত স্থানীয় গ্রামবাসীদের নাচ করে আনন্দ উপভোগ করেন।"