পর্ণকান্ডের পর এবার আর্থিক তছরুপের মামলা দায়ের শিল্পা-রাজের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/11/2021   শেষ আপডেট: 14/11/2021 5:05 p.m.
instagram.com/theshilpashetty,/rajkundra9

দেড় কোটি টাকা তছরুপের অভিযোগে দায়ের FIR

বিতর্ক পিছু ছাড়ছে না কিছুতেই। ফের আইনি জটে রাজ কুন্দা (Raj Kundra) ও শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বিগত কয়েকমাস ধরেই পর্ণকান্ডের জেরে নানান অশান্তির মধ্যে দিন কেটেছে তাঁদের। তবে বর্তমানে এখনও কাটেনি বিতর্ক। এদিন শনিবার বান্দ্রা পুলিস স্টেশনে (Bandra Police Station) শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার নামে মামলা দায়ের করেন নিতিন বরাই নামে এক ব্যক্তি। 

কে ওই ব্যক্তি? সংবাদসংস্থা সূত্রের খবর, নিতিন বরাই নামে ওই ব্যক্তিতে ২০১৪ সালে শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা সহ আরো অনেকে আস্থা দিয়ে বলেন, এসএফএল নামক একটি ফিটনেস কোম্পানিতে ১.৫ কোটি টাকা বিনিয়োগ করলে তিনি এই ব্যবসায় লাভ করতে পারবেন। কারণ, শিল্পা এবং রাজের তরফে ঐ ফিটনেস কোম্পানির একটি ফ্র্যাঞ্চাইসি দেওয়া হবে ওই ব্যক্তিকে।

মালিকানা পেতে দেড় কোটি টাকা দিয়ে দেন ওই ব্যক্তি। পুণেতে এই ফ্র্যাঞ্চাইসি খোলার কথা ছিল ঐ ব্যক্তির। কিন্তু টাকা দেওয়ার পরেও তিনি ঐ মালিকানা পাননি বলেই অভিযোগ। এরপরে শিল্পা-রাজের সঙ্গে যোগাযোগ করা হলে, শুরু হয় বিপত্তি। ঐ ব্যক্তির দাবি, এরপর থেকেই একের পর এক হুমকি পান তিনি।