বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী তথা তারকা বিজেপি সাংসদ কিরণ খের, টুইট করলেন স্বামী অনুপম খের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/04/2021   শেষ আপডেট: 01/04/2021 4:21 p.m.
কিরন খের Facebook@kirankher

কিরণ খের মাল্টিপল মায়ালেমা রোগে আক্রান্ত

একপ্রকার জটিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী তথা চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খের। এই কথা জানিয়েছিলেন চণ্ডীগড়ের বিজেপি সভাপতি অরুণ সুদ। তিনি বলেছেন, "২০২০ সালের ১১ নভেম্বর অভিনেত্রী কিরণ খেরের। তখন মেডিকেল টেস্ট করানোর সময় তার মাল্টিপল মায়ালেমা ধরা পড়ে যা এক ধরনের জটিল ব্লাড ক্যান্সার। তার এই অসুখ বাম হাত থেকে ডান কাঁধ অব্দি ছড়িয়ে পড়েছে। সে এই রোগের চিকিৎসা শুরু করে ৪ ডিসেম্বর থেকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। বর্তমানে তিনি চার মাস চিকিৎসার পর অনেকটাই সুস্থ আছেন। এখন হাস্পাতালে ভর্তি নেই তিনি। কিন্তু তাকে নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে।"

অন্যদিকে অভিনেত্রী কিরণ খেরের স্বামী অনুপম খের সম্প্রতি টুইটারে তার স্ত্রী এর অসুস্থতার কথা জানিয়ে বলেছেন, "গুজব ওঠার আগে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমার স্ত্রী কিরণ খের মায়েলোমা ক্যান্সারে আক্রান্ত। এটি এক ধরনের বিরল ব্লাড ক্যান্সার। কিন্তু কিরনের চিকিৎসা চলছে। সে খুবই স্ট্রং এবং লড়াকু মনের। সবাই কিরণের জন্য প্রার্থনা করুন। ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।" বলিউডের ইতিহাসে কিরণ খের যথেষ্ট জনপ্রিয় তার কয়েকটি যুগান্তকারী অভিনয়ের জন্য। তিনি অভিনয় জীবনে দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ২০১৪ এবং ২০১৯ সালে চণ্ডীগড়ের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।