কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক? বৈঠক করে স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/05/2021   শেষ আপডেট: 20/05/2021 6 p.m.
ব্রাত্য বসু facebook.com/BratyaBasuCultural

উচ্চমাধ্যমিক হোম সেন্টারে হবে বলে ইতিমধ্যেই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে

কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা? করোনার যা বাড়বাড়ন্ত, আদৌ পরীক্ষা হবে তো? পরীক্ষা না হলে কীভাবে পরবর্তী ক্লাসে উঠবে শিক্ষার্থীরা? কলেজের মতোন কী অনলাইনে পরীক্ষা হবে? এমনই প্রশ্নের ঝড়ে দিশেহারা কয়েক লক্ষ পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা। কারণ এখনও অবধি এই নিয়ে কোনো সদুত্তর মেলেনি। বরং করোনার বাড়বাড়ন্তের জন্য পিছিয়ে যাচ্ছে পরীক্ষা। এদিন এ বিষয়েই সাংবাদিক বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এখনই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হচ্ছে না। অতিমারী পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন। কোনওভাবেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না। উল্লেখ্য, উচ্চমাধ্যমিক হোম সেন্টারে হবে বলে ইতিমধ্যেই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিকের ক্ষেত্রে হোম সেন্টার হবে কিনা, সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।