এবার সিলেবাস কমল একাদশ শ্রেণীর

কৌস্তভ চ্যাটার্জী
প্রকাশিত: 10/12/2020   শেষ আপডেট: 10/12/2020 2:16 p.m.
Reduction in Syllabus of Class XI Annual Examination, 2021

৩০-৩৫ শতাংশ বাদ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

করোনাকালীন দীর্ঘ লকডাউনে বন্ধ থেকেছে সমস্ত স্কুল-কলেজ। অনলাইনে ক্লাস হলেও তা যথেষ্ট নয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর এবার একাদশ শ্রেণীর সিলেবাস থেকেও ৩০-৩৫ শতাংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল ডব্লিউবিসিএইচএসি বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বুধবার বিদ্যাসাগর ভবন থেকে আনুষ্ঠানিকভাবে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পর্ষদ সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানোর পাশাপাশি কোন কোন বিষয়ে কী কী কমানো হয়েছে তাও দেখানো হয়েছে। তবে থিয়োরি পেপারে যেসব বিষয়ে ৬০ বা তার কম বরাদ্দ যেমন ফিজিকাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক প্রভৃতির ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে সিলেবাস।

Download WBCHSE notice >